মোঃ জাহিদুল আলম রামগড় উপজেলা প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১৯ জুন রামগড় পৌরসভার ফেনীরকূল এলাকায় ইমিগ্রেশন স্কেল সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মোঃ আনিস উদ্দীন। অভিযানে আটকৃত রা হলেন মোঃ জালাল উদ্দিন (৩২) ও খোরশেদ আলম মনা (২১)। তাদের দেহ তল্লাশি করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর থাকবে।