মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০ জুন শুক্রবার বিকাল ০৫ টায় গাজীপুরের সফিপুর বাজার সংলগ্ন ওয়ামী কমপ্লেক্সে এই আয়োজন করা হয়।
মৌচাক ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো আনিসুর রহমান আনাছ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মো শাহ আলম বকসি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো শফিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন জেলা যুব সেক্রেটারি মো নাজমুল হাসান। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো হারুন অর রশীদ। আরও বক্তব্য রাখেন এসএম জাকারিয়া কালিয়াকৈর উপজেলার আমির মো বেলাল হোসেন। সাবেক ছাত্রনেতা মো আহসান হাবীব। মৌচাক ইউনিয়ন সেক্রেটারি মো শামীম আক্তার। মো আজহার আলী ও বীর মুক্তিযোদ্ধা মো আব্দুল মান্নানসহ গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলার অনেক নেতাকর্মী।
বক্তারা উপস্থিত সকলের সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম তুলে ধরেন। মহান আল্লাহর আইন বাস্তবায়ন করতে এবং রাসুল সঃ এর আদর্শে সমাজ ও রাস্ট্র পরিচালনা করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করার জন্য সকল নেতাকর্মীদের সর্বাত্মক ভূমিকা পালনের নির্দেশ দেন। জনগণ, সমাজ ও দেশের স্বার্থে সামাজিক কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন। সেই সাথে ইসলামি সাংস্কৃতিক সংগীতও পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের সকল নেতাকর্মী ও দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি মৌচাক ইউনিয়নের আমির মো আনিসুর রহমান আনাছ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সন্ধ্যা ০৭ টার সময় সমাপ্তি ঘোষণা করা হয়।