প্রতিবেদক: মাহফুজুর রহমান
গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হলো আট দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাজৈর ফুটবল একাদশ (মাদারীপুর) ১-০ গোলে বাহাড়া ফুটবল একাদশ (গোপালগঞ্জ) কে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার (২০ জুন) বিকেলে মুকসুদপুর উপজেলার ননিক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে যুব একতা পরিষদ, ননিক্ষীরের আয়োজনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয় ক্রীড়াপ্রেমী জনতা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম। সভাপতিত্ব করেন ননিক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার এবং খেলাটি উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি মো. আবুল বশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান মিন্টু। উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফিরোজ আহমেদ মৃধা, যুগ্ম সম্পাদক মো. জুবায়ের আল মামুন, যুবদলের সদস্য সচিব মো. মাহফুজ হাসান, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মিনা, সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া শেখ, উপজেলা যুবদলের সদস্য জিল্লুর রহমান জুয়েল, জাকির হোসেন, নাজমুল মিয়া, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, ননিক্ষীর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শহিদুল ইসলাম এবং ভাবড়াগুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ফারুক মিয়া—এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফাহিম আহমেদ এবং সহকারী রেফারির দায়িত্বে ছিলেন রুবেল হোসেন ও নাসির হোসেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ টুর্নামেন্টে মাঠে যেমন ছিল ফুটবলের তাণ্ডব, তেমনি মঞ্চে ছিল রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় উপস্থিতি—যা ফুটবল ও নেতৃত্বকে একসাথে তুলে ধরলো মুকসুদপুরের ক্রীড়াঙ্গনে।