এম এ ওয়াহেদ লাখাই , লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের পশ্চিম পাড়ার মহিবুর খুনে জড়িত থাকা সন্দেহে আটক ৩ আসামী কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামীরা হলেন মুড়িয়াউক গ্রামের মৃত আঃ শহিদের ছেলে মোঃ তাউছ মিয়া (৫০) মোঃ হুকুৃ আলীর ছেলে বায়েজিদ মিয়া (৩০) ও ধলু মিয়ার স্ত্রী শেফালী আক্তার (৪০) লাখাই থানা সুত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে নিহত মহিবুর ও তার চাচাতো ভাইয়ের সাথে ছাগলে সিম গাছ খাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে হাতাহাতির ঘটনায়
হঠাৎ নিহত মহিবুর অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিহত মহিবুর কে হবিগঞ্জ জেলা সদরে আধুনিক হাসপাতালে প্রেরনের নির্দেশ দেন এবং হবিগঞ্জ যাওয়ার পথিমধ্যে সে মারা যায়। সংবাদ পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জন কে আটক করেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী বলেন আটক আসামীদের কে শুক্রবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি, লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।