
সৈয়দ আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধি।।
হবিগঞ্জ সদর উপজেলায় গ্রাম্য দাঙ্গা নিরসন এবং জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরনে ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মো:ফরিদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়এবং অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ বদিউজ্জামান। উক্ত কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল প্রশাসনিক কর্মকর্তা,হিসাব সহকারী, প্রতি ইউনিয়ন/ পৌরসভা হতে ০১ জন করে পরিবার কল্যাণ সহকারী এবং সকল গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন।