ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধি-পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেংগাপাড়া গ্রামের মৃদঙ্গ শিল্পী সৌরভ(২২) বান্দরবানে বিদ্যুৎ স্পৃষ্টে গত ২০শে জুন(শুক্রবার)মারা যায়।
সে বান্দরবান রোয়াংছড়ি বাসস্ট্যান্ডের পাশে নবনির্মিত অনুকূল ঠাকুরের মন্দিরে রাত অনুমানিক ১১টা৩০মিনিট বিদ্যুৎ এর কাজ করতে গিয়ে অসাবধান বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুঠিয়ে পড়ে। স্হানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন।
সৌরভ ইলেকট্রনিক কাজের পাশাপাশি ধর্মীয় গীতাপাঠ ও বিভিন্ন অনুস্টানে মৃদঙ্গ বাজনা বাজাতো।পিতা রতন দে, মাতা রিংকু দে,ছোট ভাই সৈকত দে কে নিয়ে কোন প্রকারে জীবন যাপন করে আসছে। তার মৃত্যুতে শোকাহত পরিবারে অন্ধকার নেমে আসে।