প্রতিবেদক: মো:মাহফুজুর রহমান: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (২২ জুন) সকাল থেকে দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন অনুষদ ও বিভাগীয় ভবনের সামনে নবীনদের হাতে ফুল, কলম ও শুভেচ্ছা বার্তা তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “নবাগতদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, তারা যেন নিশ্চিন্তে, নির্ভয়ে ও স্বপ্ন নিয়ে তাদের শিক্ষা জীবন শুরু করতে পারে।”
ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন জানান, “বিশ্ববিদ্যালয়কে র্যাগিংমুক্ত, নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নবীনদের পাশে থাকার বার্তাই আমরা দিতে চেয়েছি। তারা যেন নিজেদের কখনোই একা না ভাবেন।”
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কথা বলে জানা গেছে, এমন উদ্যোগে নবাগত শিক্ষার্থীরা দারুণ খুশি ও উৎসাহিত।
গণিত বিভাগের এক নবীন শিক্ষার্থী বলেন, “প্রথম দিনেই এমন সম্মান পেয়ে আমি অভিভূত। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা এত সুন্দর হবে ভাবিনি।”
উল্লেখ্য, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা গ্রহণ করে। পাঁচটি ইউনিটে (এ, বি, সি, ডি ও ই) অনুষ্ঠিত পরীক্ষাগুলো শেষ হয় গত ২৮ ফেব্রুয়ারি। ২,৮১৫টি আসনের বিপরীতে আবেদন করেন প্রায় ১ লাখ ৮০ হাজার শিক্ষার্থী।