নিজস্ব প্রতিবেদকঃ- র্যাব-১৩'র অভিযানে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা এলাকা হতে ১৬ কেজি গাঁজাসহ ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত (২৩ জুন) সোমবার দুপুর ০৩.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ১নং শিবরামপুর ইউনিয়নের অন্তর্গত ৪নং ওয়ার্ডস্থ দেউলী বেলশ্বর বারুন্নী গ্রামস্থ হরিকালী গঙ্গা ও শিবমন্দির এর সামনে আম কাঠালের বাগান সংলগ্ন পাকা টয়লেটের ভিতরে অভিযান পরিচালনা করে সাদা রংয়ের প্লাস্টিকের তৈরী বস্তার মধ্যে রক্ষিত ১৬ কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী মিনারা বেগম (৫৫), স্বামী- নুর ইসলাম, সাং- দেউলী, থানা- বীরগঞ্জ, জেলা- দিনাজপুরকে ঘটনাস্থল হতে হাতে নাতে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (২৪ জুন) অধিনায়কের পক্ষে র্যাব-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।