ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি- চট্টগ্রাম দক্ষিণ জেলার জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর নব কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ লোকমান উদ্দিনের নেতৃত্বে নব কমিটির সকল সদস্য বৃন্দগণ গত২১জুন চট্টগ্রামের রাংগুনিয়াস্হ শহিদ রাস্ট্রপতি মেজর জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময়ে মাজারে ঘন্টা ব্যাপি দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে এই মহান স্বাধীনতার ঘোষকের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এরপর সংক্ষিপ্ত বক্তব্যে অত্র সংগঠনের সভাপতি জসিম উদদীন বলেন, "যে জিয়া জনতার সে জিয়া মরে নাই"মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান(বীর উত্তম)।
এসময়ে নব কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন খন্দকার, সহ-সভাপতি গাজী ওমর শরীফ জেমু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর মেম্বার ও মোঃ আজম,দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক লিটন তালুকদার, অর্থ সম্পাদক মোঃ সোলেমান, সদস্য কামাল উদ্দিন, মোঃ আবদুল হামিদ, সুমন,খোরশেদ, রাসেল, টিপু,হৃদয়,আলমগীর প্রমুখ।