আরিফ হোসেন
জেলা প্রতিনিধি
দৌলতখান উপজেলায় পশু হাসপাতালে বর্তমানে ভয়াবহ চিকিৎসক সংকট চলছে। ১১ জন ডাক্তারের পদ থাকলেও মাত্র ৩ জন ফিল্ড এসিস্টেন্ট দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। এতে ভেটেরিনারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এলাকার প্রাণিসম্পদ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতখান উপজেলায় বিপুল সংখ্যক গবাদি পশু ও হাঁস-মুরগি রয়েছে। এসব প্রাণীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য একটি সুসংগঠিত পশু হাসপাতাল অপরিহার্য। কিন্তু বর্তমানে যে ক’জন চিকিৎসক কর্মরত আছেন, তাদের পক্ষে এত বড় এলাকার প্রাণিসম্পদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়েছে।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মো- আরিফ রব্বানী জানান, জনবল সংকটের কারণে তাদের হিমশিম খেতে হচ্ছে। সীমিত সংখ্যক ডাক্তার দিয়ে এত চাপ সামলানো অত্যন্ত কঠিন। জরুরি ভিত্তিতে আরও ডাক্তার নিয়োগ দেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।দৌলতখানের প্রাণিসম্পদকে বাঁচাতে এবং ভেটেরিনারি সেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই সংকট নিরসনে সরকারের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।