আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচাতে অবস্থিত "ফুলকোচা কলেজ" এর এডহক কমিটি'র অনুমোদন গভর্নিং বডির সভাপতি হলেন - আবু হাসিম তালুকদার।
গত বুধবার (২৫ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর চেয়ারম্যান এর আদেশক্রমে বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ মাহবুব হাসান এর স্বাক্ষরিত ফুলকোচা কলেজের গভনিং বডি গঠনের লক্ষ্যে ৬ মাস মেয়াদে নিম্ন লিখিত ব্যক্তিগণের সমন্বয়ে এডহক কমিটি করা হয়।
এতে ফুলকোচা কলেজে'র গভনিং বডি'র সভাপতি হলেন-মোঃ আবু হাসিম তালুকদার ( বোর্ড সভাপতি মনোনীত), সদস্য সচিব (পদাধিকার বলে অধ্যক্ষ ফুলকোচা কলেজ), অভিভাবক সদস্য মোঃ আব্দুল খালেক ( উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত) এবং শিক্ষক প্রতিনিধি মোঃ আহসান হাবীব ( জেলা শিক্ষা অফিসার মনোনীত) হন।
জানা যায় যে, মোঃ আবু হাসিম তালুকদার পিতা- মরহুম আবদুস সামাদ তালুকদার,সাং- কালিবাড়ি, সিরাজগঞ্জ। তিনি পড়ালেখা শেষ করে ১৯৯৫ খ্রিঃ সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ফুলজোড় ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান এবং২০০৬ খ্রিঃ কলেজে বর্তমানে সহকারী অধ্যাপক মোঃ আবু হাসিম তালুকদার রয়েছেন। তিন একজন শিক্ষানুরাগী এবং জিয়া পরিষদ- সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি।