
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৪-২৫ খ্রিঃ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়- বেলকুচি উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ২০০ টি দেশি নারকেল ও ১৫০ টি তালের চারা বিতরণ করা হয়েছে।
বেলকুচি উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে,
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বেলকুচি উপজেলার কৃষি প্রশিক্ষণ হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।
এ সময় উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহাম্মেদ শুভ প্রমুখ।