সোহাগ হোসেন শান্ত
লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের হাতিবান্ধার সানিয়াজান ইউনিয়নে ভাতিজা র হাতে খুন হলো চাচা। তাকে কুপিয়ে হত্যা করা হয়। আজ দুপুর ১২ টা সময় এই ঘটনা ঘটে। স্থানীয়দের কাছে জানা যায় জমি নিয়ে বিরোধ থাকায় এই রকম
মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়দের কাছে থেকে আরো জানা যা বড় ভাই ছোট ভাই কে বাড়িতে ডেকে আনে তার পরে বড় ভাইয়ের লোক জন সহ তার ভাতিজা তাকে ছুরি দিয়ে আঘাত করে। এক প্রকারে সেই চাচা কে আহতরত অবস্থায় হাতিবান্ধা
মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেই খানে তাকে মৃত ঘোষণা করে। এখুন সেই ভাতিজা বাড়ি যে তার আপন চাচা কে কুপিয়ে হত্যা করেছে তার বাড়ি ঘেরাও করেছে স্থানীয় লোকজন।
হাতিবান্ধা থানা পুলিশ তাদের ৩ জন কে ইতিমধ্যে আটক করেছে।
পুলিশ বলেন তদন্ত করে বিষয়টা দেখা হচ্ছে আপাতত কিছু বলা যাচ্ছে না।