
মাদারীপুর প্রতিনিধি
ইসরায়েলের ফিলিস্তিনে চলমান গণহত্যা ও অবৈধ ভূমি দখলের প্রতিবাদে মাদারীপুর সদর থানার কেন্দুয়া ইউনিয়নে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন শুক্রবার বিকেলে তালতলা বাজার থেকে শুরু হয়ে মিছিলটি ঘটকচর বাজার হয়ে পাশের পেয়ারপুর বাজার প্রদক্ষিণ করে ঘটকচর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে আলেম মাওলানা মো. ইলিয়াস হোসেন জিহাদি বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে যে গণহত্যা ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে, তা মানবতার চরম লঙ্ঘন। মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীকে এই নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “ইসরায়েলি পণ্য বয়কট করা এখন সময়ের দাবি। সকলকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে তাদের বর্বরতা বন্ধে ভূমিকা রাখতে হবে।”
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।