প্রতিবেদক: মাহফুজুর রহমান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ অনুষ্ঠিত হয় সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
প্রধান অতিথির বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন,
"বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও অস্ত্রের রাজত্ব কায়েম করেছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা সাধারণ শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়েছে, আজ তারাই পুনরায় পুনর্বাসনের নামে ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের ছত্রছায়ায় ফিরছে। ছাত্রদল এসব অপচেষ্টা রুখে দিয়ে প্রকৃত দেশপ্রেমিক ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন,
"ছাত্রদল কেবল একটি সংগঠন নয়, এটি একটি চেতনার নাম। শিক্ষার্থী অধিকার রক্ষায় আমরা জিরো টলারেন্সে বিশ্বাসী। আমরা আদর্শিক সংগঠন গড়তে বদ্ধপরিকর।"
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,
"আমাদের এই সদস্য সংগ্রহ কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে ত্যাগী, আদর্শিক এবং দায়িত্বশীল নেতৃত্ব তুলে আনা। ছাত্রদল একটি পরীক্ষিত সংগঠন, এখান থেকে গড়ে উঠেছে বহু দেশপ্রেমিক নেতা।"
জবি ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মোঃ শাহরিয়ার হোসেন বলেন,
"ছাত্রদল আজ শুধুমাত্র ইতিহাস নয়, এটি প্রতিরোধ আর পরিবর্তনের ভবিষ্যৎও। আজ যারা বিশ্ববিদ্যালয়ে নবীন হিসেবে এসেছেন, তাদের বলছি—আপনারাই আগামীর সংগ্রামী কণ্ঠ। এখনই সময় ছাত্রদলের সদস্য ফরম গ্রহণ করে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার। এই ফরম শুধু একটি কাগজ নয়, এটি একটি আদর্শিক অঙ্গীকার। যারা সত্যের জন্য প্রস্তুত, এই সদস্য ফরম তাদের জন্যই।”
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, কাজী জাফর, সুমন সরদার, মাহমুদ হাসান, সদস্য রাকিব, এম তানভীর রহমানসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।