ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়া উপজেলা পৌরসভার ৯নংওর্য়াডে আল মামুন (২৯)নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনাটি ঘটে শনিবার ২৮জুন সকাল ১১টায়।পটিয়া পৌরসভা ৯নংওর্য়াডে বি ও সি রোডস্থ বজল সওদাগরের বাড়ি মনজু সওদাগরের ভাই ফরিদুল আলমের বিল্ডিং এর নিচতলার ভাড়া বাসায়। সে উক্ত বিল্ডিং এ দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন।সকাল বেলা হতে দরজা না খুলায় স্হানীয়দের সন্দেহ হলে পটিয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঝুলন্ত আবস্হায় মামুনের লাশ উদ্ধার করে এম্বুলেন্সে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়ে দেন।
তার পিতার নাম মুজিবুর রহমান। যশোর জেলার মনিরামপুর থানার চাপা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে তার বাড়ি।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন,প্রাথমিক তদন্তে আত্মহত্যা ধারণা করা হলেও পুরাপুরি আত্মহত্যা বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত ময়নাতদন্তের রির্পোট পাওয়া যাবে না। আমরা রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছি।