আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
"শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য" - এই শ্লোগান নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা'র আয়োজনে কর্মী সমাবেশ ও দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা বৈঠক-২০২৫খ্রিঃ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ জুন) সকালে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মিলনায়তনে উক্ত দুইটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এঁর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ হারুনর রশিদ খান এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, দেশের শ্রমজীবী মানুষকে ভালোবাসতে হবে তাদের মূল্যায়ন করতে হবে । দেশের উন্নয়নের কারিগরি হলো শ্রমিক আর এই মেহনতি মানুষদের দাবি বাস্তবায়নে আমাদের এগিয়ে আসতে হবে তাদের পাশে রাখলে ইসলামী সমাজ ব্যবস্থা ও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোঃ ছাইদুল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা'র সেক্রেটারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম , জেলা উপদেষ্টা ও সহ সেক্রেটারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া অঞ্চল টিম সদস্য মোঃ আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা, আমীর অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, সেক্রেটারী মাওলানা মোঃ মোস্তফা মাহমুদ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ সোলায়মান হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন, সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ মকবুল হোসেন।
উক্ত পৃথক দুইটি অনুষ্ঠানে মধ্যে কর্মী সমাবেশে তিন শতাধিক ও দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা বৈঠক অনুষ্ঠানে ৭৫ জন সহ অন্যারা উপস্থিত ছিলেন।