
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম।
চট্টগ্রামের ২ নম্বর গেটের চট্ট টার্ফ মাঠে বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলার উদ্যোগে অনুষ্ঠিত হলো “এইড অ্যাওয়ার” শীর্ষক মেডিকেল ট্রেনিং ওয়ার্কশপ।
প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবা দেওয়ার দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন ৪৫ জন স্বেচ্ছাসেবক। প্রশিক্ষণ পরিচালনা করেন চিকিৎসক ডা. শাজেদ মনোয়ার সাইমুম। এতে ব্লাড প্রেসার, ব্লাড সুগার, রক্তের গ্রুপ নির্ধারণ, ব্যান্ডেজিং এবং দুর্ঘটনায় তাৎক্ষণিক সাড়া দেওয়ার মতো বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়।
ওয়ার্কশপটি সফলভাবে সমন্বয় করেন আফরিন ফেরদৌস ও সাব্বির হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন ইবতিদ ইয়াসার জিনান, আসিফুর রহমান, জয়নাল আবেদীন, ইকরামুল ইসলাম, আনিকা তাবাসসুম, তাফরিহা নুর, আরাফাত হোসাইন প্রমুখ।