
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গত ২৯ জুন-২০২৫খ্রিঃ রাত ১ টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ সলঙ্গার হাটিকুমরুলের ফুড সিটি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশের্ কাঁচা রাস্তার উপর” হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ১০০ গ্রাম হেরোইন সহ তাদের সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ২২,০৮০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন -১। মোঃ মামুন দুলাল (৩৪), পিতা- মৃত নৈমুদ্দিন, মাতা- মোছাঃ আনোয়ারা বেগম, ০২। শ্রী সুমন কর্মকার (৩৫), পিতা- মৃত বিজয় কর্মকার, মাতা- মৃত শোভা রানী, উভয়ের সাং- মহিষালবাড়ী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় ও র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “ উক্ত আসামীদ্বয়কে
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত আসামীদয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এতথ্য দেন, স্বাক্ষরিত র্যাব-১২, মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি।