নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে অজ্ঞাত নামা সিএনজি তে তুলে নিয়ে অপহরণ ও ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় শাহাদাত হোসেন ওরফে বুলবুল (২০) নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫,রাজশাহী)।
সোমবার ( ৩০ জুন ) রাতে তাকে রাজশাহী জেলার বোয়ালিয়া আলুপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়,
ভিকটিম এক নাবালিকা কন্যা, সে সপ্তম শ্রেণীতে পড়ালেখা করে, পূর্ব থেকে আসামি বুলবুল ভিকটিম কে নানা রকম ভয়ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৫ জুন ২০২৫ ইং তারিখে ভিকটিম স্কুলে যাওয়ার সময় রাজশাহী জেলার চারঘাট থানাধীন মেরামত পুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপরে ভিকটিম কে জোরপূর্বক বিয়ের প্রলোভন দেখিয়ে অজ্ঞাত নামা সিএনজিতে করে আসামি বুলবুল তার ভাড়াটিয়া বাসায় টিকাপাড়ায় নিয়ে যায়। পরে বোয়ালিয়া থানা পুলিশের সহযোগীতায় ভিকটিম কে উদ্দার করে ভিকটিম এর পরিবারের নিকট জানা যায় যে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করেছে আসামি বুলবুল।
পরে ২৬ জুন ২০২৫ ইংরেজি তারিখে ভিকটিমের পরিবার রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং ২০, তারিখ ২৬/০৬/২৫ ইং,
ধারা ৯/৯(১) নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী ২০২০) উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব- ৫ রাজশাহীর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামি বুলবুল কে গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের বিষয় জানতে চাইলে স্বিকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে রাজশাহী চারঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
র্যাব-৫ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।