
প্রকৌশলী মোঃ কাওছার আলী,
স্টাফ রিপোটার ঃ
বাংদেশের সুন্দরবন দেশের জন্য আশীর্বাদ স্বরূপ। তারই আলোকে গড়ে উঠেছে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে এই পর্যটক কেন্দ্র দেশের আনন্দ প্রিয় মানুষের জন্য ভূমিকা রাখে।
সাতক্ষীরা জেলা শহর থেকে ২৮ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত বিভাজনকারী নদী গা ঘেঁষে অবস্থিত ২ কিলোমিটার দীর্ঘ এ এই ম্যানগ্রোভ বন,যার নতুন আকষন (ক্যাবল কার)
রূপসী ম্যানগ্রোভ টি ১০৪ বিঘা ভুমিতে পানিতে যার তিন কিলোমিটার ঘুরতে হলে আছে নৌকা বা টলার, নদীর অপরূপ সৌন্দর্য্য পর্যটকদের মন কাড়ছে সহজে বিমোহিত করে পর্যটকদের। পাখির কিচিরমিচির আওয়াজে কান পেতে যারা প্রকৃতির সাথে যারা মিশে যেতে চান তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। রূপসী ম্যানগ্রোভ বা মিনি সুন্দরবন। সাতক্ষীরা থেকে রূপসী ম্যানগ্রোভ বা মিনি সুন্দরবন। যাওয়ার পথে চোখে পড়বে প্রকৃতির এক ইয়া বড় ৩০০ বছরের বটগাছ নানা রূপ।
সুন্দরবনের সবুজের রাজ্যে নানা পশুপাখি ও বৃক্ষরাজির দেখা মিলবে। সব মিলিয়ে পর্যটকদের মনে অনন্য এক জায়গা করে নিতে পারে।