
ময়মনসিংহ সংবাদদাতা:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের তৃতীয় ব্যাচের কার্যক্রমের উদ্বোধন হয়েছে ময়মনসিংহে।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় ময়মনসিংহ মহানগরীর পুরবী সিনেমা হল সংলগ্ন ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড অফিসে এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুণ-অর-রশীদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যুবসমাজ দক্ষ হয়ে নিজেরাই স্বাবলম্বী হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করবে, যা দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখবে।”
যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বাস্তবায়নে এই প্রকল্পে ৪৮ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও যুবতীরা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে আত্ম-কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।
প্রকল্পের মূল লক্ষ্য হলো ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষিত বেকার যুবকদের ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষ করে তোলা এবং তাদের বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।
প্রশিক্ষণটি তিন মাসব্যাপী (মোট ৬০০ ঘণ্টা), সপ্তাহে ছয় দিন করে দিনে ৮ ঘণ্টা ক্লাস অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণার্থীদের ক্লাসে সরাসরি উপস্থিত থেকে কোর্স সম্পূর্ণ করতে হবে। কোর্সে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং, ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন ও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন শেখানো হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে ভাতাও পাবেন।
অনুষ্ঠানে জানানো হয়, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থী সাকিবুর রহমান সাকিব কোর্স চলাকালীনই আনসার ও ভিডিপিতে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিংয়ের ট্রেইনার হিসেবে চাকরি নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একই ব্যাচের মুহি উদ্দিন কোর্স শেষ করে ইতোমধ্যে ডলার আয় শুরু করেছেন। প্রথম ব্যাচের আরও একাধিক প্রশিক্ষণার্থীও সফলভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের দেশের ৬৪ জেলায় রয়েছে ৭০টি শাখা, যার মাধ্যমে এসব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর গোলাম রব্বানী ও হিরা মিয়া, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মতিউর রহমান, গ্রাফিক্স ডিজাইন ট্রেইনার মো. কামরুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং ট্রেইনার কে. এম ময়নুল ইসলাম, ওয়েব ডিজাইন ট্রেইনার মো. এমরান হাসানসহ ৫০ জন প্রশিক্ষণার্থী।