আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসের সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুর্তজা আলী'র অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময়ে অনুষ্ঠানে বিদায়ী উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেষ্ট প্রদান ও উপহার দেওয়া হয়।
উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস, সিরাজগঞ্জের আয়োজনে,
বৃহস্পতিবার (৩জুলাই-২০২৫ খ্রিঃ) সকাল ১১ টায় উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসের ঘোঁষগাতী কৃষক প্রশিক্ষণ রুমে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের - উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন-সুমী।
উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন, বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ, উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু ইউসুফ, মোঃ রফিকুল আলম,সহ অন্যান্য উপ-সহকারী
কৃষি কর্মকর্তা এবং কৃষকগন উপস্থিত ছিলেন। জানা যায় যে, উল্লাপাড়া সদরের চালা কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মুর্তজা আলী কর্মরত ছিলেন।