
আবু নাঈম রিপন, শিবপুর (নরসিংদী) :
নরসিংদীর শিবপুর উপজেলার দউেরগাঁও মধ্য পাড়া আছিয়া-সিরাজ কমিউনিটি ক্লিনিকের আওতাভুক্ত মুকুল মিয়ার বাড়িতে নন-কমিউনিকেবল ডিজিজ (ক্যান্সার, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস) বিষয়ক এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুলাই সোমবার এ বৈঠকটি আয়োজন করা হয়।
উক্ত উঠোন বৈঠকে প্রধান আলোচক ছিলেন মো. নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, শিবপুর, নরসিংদী। তিনি নন-কমিউনিকেবল রোগের উৎস, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এছাড়া উপস্থিত সকলকে ধূমপান ও তামাকজাত দ্রব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Japan-Bangladesh Cultural Exchange Association (JBCEA)-এর চেয়ারপার্সন টোমোকো মাতসুমোতো এবং পরিচালক সাতোমি তোয়োদা। তারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সহায়তা করার আশ্বাস দেন।