মোঃ মাহফুজুর রহমান ফরহাদ
বিশেষ প্রতিনিধি।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তাশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন প্রায় ১৮ লাখ ২৮ হাজার ১৮১ জন। এর মধ্যে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন অংশ নেয় এসএসসি পরীক্ষায়। ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।
দেশজুড়ে ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। মাদ্রাসা বোর্ডে অংশগ্রহন করে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩০৩ জন।
গত ১০ এপ্রিল শুরু হওয়া লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় ১৫ থেকে ২২ মে পর্যন্ত। শিক্ষা বোর্ড সত্রে জানা গেছে, একইদিন সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ফলাফল সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন। এরপর দুপুরে শিক্ষার্থীরা এসএমএস অনলাইনের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
ফলাফল প্রকাশের এই দিনটিকে ঘিরে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল উত্তেজনা। সব শিক্ষার্থীর মঙ্গল কামনা করছে শিক্ষ পরিবার।