
আরিফ হোসেন, জেলা প্রতিনিধি, ভোলা:
ভোলার সদর উপজেলার চরসামাইয়া ও চরকালিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং পাঁচটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিরা হলেন ঢাকার শেরেবাংলা থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. উজ্জল হোসেন (৪২), চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাতবর (৫৫) এবং সাংগঠনিক সম্পাদক মো. নিজাম মুন্সি (৫২)।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।