
মোঃ শাহাদৎ হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার
আজ ১০ জুলাই ২০২৫ তারিখে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিল ধামায় ও বল্লা ভেংগুড় গ্রামে প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে এক অসহায় পরিবারের পাশে দাঁড়াল অপু ফাউন্ডেশন।
জানা যায়, উক্ত পরিবারে মা ও ছেলে দু’জনেই মানসিকভাবে অসুস্থ। পৃথিবীতে তাদের দেখার মতো আর কেউ নেই। ছোট একটি জরাজীর্ণ কুড়ে ঘরে তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থার কথা জানতে পেরে মানবতার ফেরিওয়ালা খ্যাত অপু ফাউন্ডেশন-এর একটি টিম তাদের বাড়িতে গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য মোঃ শাহিন হোসেন, চান্দাইকোনা ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জুয়েল রানা, যুবদলের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন রাজু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অপু ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা জানান, এমন কার্যক্রম সত্যিই অনুকরণীয়। তারা আশা করেন, সমাজের বিত্তবানরাও এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।