
মোহাইমেনুর রহমান-সানা
প্রতিনিধি, জলঢাকা উপজেলা
নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জলঢাকা পাইলট মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আওতাধীন ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রিক ওয়ার্কস থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৬ জন শিক্ষার্থী।
কিন্তু আজ ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার দুপুর ২টায় ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, উক্ত শাখার অংশগ্রহণ করা সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পুরো শাখার এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে শাখা প্রধান মোশফিকুজ্জামান (মিঠুল) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,
“বোর্ডের টেকনিক্যাল সমস্যার কারণে এমন ফলাফল হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”
তবে আশ্বস্ত করা হলেও, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, একটি পুরো শাখার সব শিক্ষার্থী কীভাবে অকৃতকার্য হয়? এ ধরনের ফলাফলে বিদ্যালয় প্রশাসন ও বোর্ডের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।
অবশ্য, পরীক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, শাখা প্রধানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবেন। সেই সময়ের মধ্যে ফলাফল সমস্যার সমাধান না হলে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন