
মোহাইমেনুর রহমান-সানা
প্রতিনিধি, জলঢাকা :
দিনাজপুরের জলঢাকায় মিটফোর্ডের সাম্প্রতিক নির্মম হত্যাকাণ্ড ও দেশব্যাপী চাঁদাবাজির প্রতিবাদে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছে।
সম্প্রতি রাজধানীর মিটফোর্ড রোডে প্রকাশ্য দিবালোকে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করা হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠে। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনসাধারণ ক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ উঠেছে, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা সকলেই যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।
এরই ধারাবাহিকতায় শনিবার জলঢাকা উপজেলা সাধারণ ছাত্র ও জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা মোঃ মোহাইমেনুর রহমান-সানা, সাইদুজ্জামান বাবু, আব্দুল্লাহ আল নোমান নাহিদ, হাবিব আহসান, আব্দুল হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যারা এই খুনের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে। বিএনপিকে উদ্দেশ করে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খুন, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ না করলে আওয়ামী লীগের মতো করুণ পরিণতি তাদেরও অপেক্ষা করছে।
পরিশেষে বক্তারা ইউনুস সরকারের সমালোচনা করে বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনই জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অন্যথায় এ দেশের মানুষ ভোটের মাধ্যমে কঠোর জবাব দেবে।