
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগানের প্রতিবাদে এবং বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক মিথ্যা অপবাদের প্রতিবাদ
রবিবার (১৩ জুলাই) বিকেলে
সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে - সিরাজগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিক দল,কৃষক দল,মহিলা দল সহ অন্যান্য অংগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা খন্ড মিছিল নিয়ে শ্লোগান দিয়ে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে সমবেত হয়।
পরে সেখান থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে একটি সমবেত বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত বিশাল বিক্ষোভ মিছিলটি ইবি রোড, বড়পুল, এস এস রোড, বড় বাজার রোড হয়ে বাজার স্টেশন পৌরমুক্ত মঞ্চে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপনী করা হয় ।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি'র সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপি'র সহ সভাপতি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ শামীম খান, নুর কায়েম সবুজ, মুন্সি জাহেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট প্রমুখ । এছাড়াও জেলা বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দরা বক্তব্যে রাখেন এসময়ে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।