
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় ( বিএলস্কুল) এর চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত১০জুলাই-২০২৫ খ্রিঃ। এতে বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট পরীক্ষার্থী ২৪৬ জন । এর মধ্যে A+২১৬ জন, A গ্রেড ২৫ জন, A-০২ জন এবং অকৃতকার্য হয়েছে ০২ জন, পরীক্ষায় অংশগ্রহণ করেনি ১ জন, পাশের হার ৯৯.১৮% । অত্র বিদ্যালয়ের ছাত্র জুনায়েদ সিদ্দিক সর্বোচ্চ নাম্বার পেয়েছে। তাঁর প্রাপ্ত নাম্বার ১২৬৬। ঐদিন রেজাল্ট পেয়েই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠে শিক্ষার্থীরা।
এদিকে, সোমবার(১৪ জুলাই-২০২৫) সকালে বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবারের এস.এসসি পরীক্ষায় উত্তীর্ণ, জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে শিক্ষকদের সাথে। এসময়ে বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সনাতন দাস সহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের অনেকে শিক্ষকদের মিষ্টি মুখ করিয়েছেন শিক্ষকেরা দিয়েছেন ফুলেল শুভেচ্ছা আর জানিয়েছেন অভিনন্দন। কেউ কেউ এ ক্ষণকে স্মরণীয় করে রাখতে তুলছেন সেলফি, কেউ একে অপরকে জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই আনন্দ ভাগ করে নিতে অনেক অভিভাবকও উপস্থিত ছিলেন।