স্টাফ রিপোর্ট, জয়পুরহাট।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের সোনাকুল এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় ভ্যানচালক সিরাজুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোম‑বার, ১৪ জুলাই, দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল মোহাম্মদপুর ইউনিয়নের কামারগ্রামের মৃত বিষার আলীর ছেলে। পরিবার‑পরিজনের একমাত্র উপার্জনকারী সিরাজুল বহু বছর ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভ্যান নিয়ে রাস্তায় বের হন সিরাজুল। সোনাকুল এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকটি তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পাঁচবিবি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়েই আমরা সেখানে পৌঁছাই। ঘাতক ট্রাক শনাক্তে কাজ চলছে—আশা করছি খুব শিগগিরই ট্রাক ও চালককে আটক করতে পারব।”
এক পরিশ্রমী মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘাতক চালকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন