
নিজস্ব প্রতিবেদক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫-সিপিএসসি) রাজশাহী ক্যাম্পের একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিক্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে রাজশাহী জেলার বাঘা থানাধীন চক নারায়ণপুর পালপাড়া নামক এলাকায় ২২ জুলাই দুপুর ২.১০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন আত্নগোপন থাকার পরে তাকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামী হলেন,
মোঃ মনিরুল ইসলাম @লিটন (৪২),পিতা মৃত সিরাজুল ইসলাম, সাং চক নারায়ণপুর, থানা বাঘা,জেলা রাজশাহী।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি মোঃ মনিরুল ইসলাম ওরফে লিটন গত ১৭ বছর পূর্বে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনী হাতে ধৃত হয় ও তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়। পরবর্তীতে আদালত কর্তৃক তাকে সশ্রম কারাদণ্ড প্রদান করে।
আটককৃত আসামীকে রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ কে তথ্য দিন- চাঁদাবাজ,দখলবাজ, মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।