নিজস্ব প্রতিবেদকঃ- বুধবার ২৩ জুলাই ২০২৫ ইং পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার মেঘ শিমুল, জাগীর এলাকায় অবৈধ সিসা উৎপাদনকারী এবং ইটের গুড়া প্রক্রিয়াকরণ কারখানায় অভিযান চালিয়ে একটিকে ২০ হাজার টাকা জরিমানা, দুইটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিপুল পরিমাণ সিসা জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয় মানিকগঞ্জ জেলা পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি এবং পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
বুধবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে ‘মা এন্টারপ্রাইজ’ (মালিক: মো. সেলিম) নামক একটি ইটের গুড়া প্রক্রিয়াকরণ ও পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই গড়ে ওঠা এই কারখানায় ঢাকার গাবতলী থেকে আনা ইটের গুড়া খোলা আকাশের নিচে মেশিনচালিত চালনি দিয়ে আলাদা করা হয়। এতে আশপাশের এলাকায় মারাত্মক বায়ুদূষণের সৃষ্টি হয়। এ অপরাধে কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে কারখানার যন্ত্রপাতি তিন দিনের মধ্যে এবং কাঁচামাল সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে, জাগীর ব্রিজের পরে একটি নির্জন বাঁশবাগানের ভেতরে জালাল নামের এক ব্যক্তি গত তিন মাস ধরে অবৈধভাবে পুরাতন ব্যাটারির প্লেট আগুনে পুড়িয়ে সিসা বার তৈরি করে আসছিলেন। মূলত রাত ১০টা থেকে ভোর পর্যন্ত এই কাজ চলতো।
গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের দল বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে কারখানা থেকে ৫৮টি সিসা বার (প্রতিটি গড়ে ২৬ কেজি, মোট ওজন ১,৫০৮ কেজি), ব্যবহৃত মোটর ও অন্যান্য যন্ত্রাংশ জব্দ করে। এ সময় সিসা উৎপাদনে ব্যবহৃত চুল্লিটি শ্রমিক দিয়ে ভেঙে ফেলা হয়। কারখানার মালিক জব্দকৃত সিসার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানান।
এ কারখানার অবৈধ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত কাঁচামাল দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অবৈধ ও পরিবেশবিনাশী কার্যক্রম পরিচালনা না করার জন্য মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন— “মানিকগঞ্জ জেলার পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”