
জেলা প্রতিনিধি খুলনা, মোঃ বাবুল সানা
খুলনা নগরীর লবনচরা সুইচগেট সংলগ্ন একতা যুবসংঘের উদ্যোগে সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সামনে আজ শুক্রবার ২৫ জুলাই সকল ১০টা ৩০ মিনিটে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে উপস্হিত ছিলেন খুলনা সদর থানা বিএনপির অন্যতম সদস্য কে এম সেলিম, খুলনা মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একতা যুবসংঘের সভাপতি নাজমুল হাসান নাসিম,
সাংবাদিক গাজী যুবায়ের আলম. খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান টুকু. সাধারণ সম্পাদক ইয়াকুব পাটোয়ারি, একতা যুবসংঘের সাধারণ সম্পাদন মোঃ মিলন মোল্লা,
সাবেক ছাত্রনেতা মামুনুর রহমানের উপাস্হপনায় আরও উপস্হিত ছিলেন খুলনা সদর থানা মহিলাদলের যুগ্ম আহবায়ক মোসাঃ লাভলী ইসলাম, ফারুক খান, মোঃ শহিদ,এম কে মনির হোসেন মাসুম হোসেন, মোঃ কবির ফরাজি,হাজী মালেক কলেজ ছাত্রদল সভাপতি মাহফুজ আহম্মেদ,
জাসাস ৩১নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক আশ্বাব আলী, মোঃ হায়দার আলী, মোঃ আল মামুন, মোঃ রাকিব হাসান রাজু, মোঃ সাগর হাওলাদার,মোঃ বেল্লাল হোসেন, মোঃ হেলাল হোসেন, মোঃ জাহিদ হোসেন, মোঃ রাসেল, মোঃ জাহাঙ্গীর হোসেন, রূপসা ব্রীজ বাজার ব্যবসায়ীবৃন্দ, শ্রমিক, দিনমজুর, অটো চালক, পরিবহন শ্রমিকবৃন্দ,বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকবৃন্দ।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন. মাহবুব ব্রাদার্স লবণচড়ার প্রধান সড়কটি ঠিকাদারি নিয়েছে। বছর পর বছর অতিবাহিত হলোও সড়কটি সংস্কারের কাজ শেষ করতে পারেনি। ঠিকাদারের খামখেয়ালির কারণে এখনো পর্যন্ত সড়কের সংস্কারের কাজ শেষ করা সম্ভব হয়নি।
লবণচরা শিপইয়ার্ডের প্রধান সড়কটি দিয়ে সাধারণ মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতি নিহত হাজার হাজার ছোট বড় গাড়ি উক্ত সড়ক দিয়ে চলাচল করেন।
প্রতি নিহত ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। স্কুল. কলেজ. মাদ্রাসার. ক্লোজিং সেন্টারে কোমলমতি ছেলে ও মেয়েরা সুন্দর পরিবেশে চলতে পারেনা সড়কটি দিয়ে একটু বৃষ্টি হলে সৃষ্টি হয়ে যায় হাঁটু পানি।
আজ মানববন্ধন অনুষ্ঠানে সকল বক্তা দাবি করেছে অতি দ্রুত সড়কটি সংস্কারে করার জন্য ঠিকাদার কর্তৃপক্ষকে জোর দাবি জানিয়েছেন।