ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি- চট্টগ্রামের পটিয়া উপজেলায় গোপনে ভিডিও ধারন করে তা সোস্যাল মিডিয়ায় প্রকাশ করার ভয় দেখিয়ে ধর্ষণ করায় এক গৃহবধূর অভিযোগে আবুল মনসুর(৩৯)নামে এক যুবকে গ্রেপ্তার করে পটিয়া থানার পুলিশ।
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, জেল হাজতে থাকা স্বামীর মামলার সুত্রে গৃহবধূর সাথে মনসুরের পরিচয়।আইনি বিষয়ে সহযোগিতার কারণে মনসুরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে গৃহবধুর।জেল থেকে বের হয়ে গৃহবধুর স্বামী বিদেশ চলে যায়। তার ১ছেলে১মেয়ে, তাদের লেখা পড়ার সুবির্ধাথে পটিয়া ওয়াপদা মোড়ে ভাড়া বাসা নেন গৃহবধু।
এ সুযোগে মনসুর ২০১৯সালে১৫জানুয়ারী তার বাসায় এসে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। সেই সাথে গৃহবধুর অজান্তে ধর্ষণচিত্র ভিডিও ধারন করে রাখেন।ভিডিও ফুটেজের ভয় দেখিয়ে ২০২২ হতে ২০২৫ সালে তাকে একাধিক বার ধর্ষন করে।বাকলিয়া থানাধীন মনসুরের ভাড়া বাসায় নিয়ে তার অনিচ্ছায় ধর্ষণ করে এবং ভিডিও ধারন করে। গৃহবধূ তাকে বিয়ে করতে বললে,সে রাজি নয়।
এক পর্যায়ে মনসুর ধর্ষনের ভিডিও ফুটেজ তার স্বামী ও আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দেন। এতে গৃহবধু ও তার পরিবার মানসিক ভাবে ভেঙে পড়েন।তাই বাধ্য হয় ভুক্তভোগী গৃহবধূ তার বিরুদ্ধে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে।উক্ত মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে গত শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, মামলাটি গুরুত্ব সহকারে নেয়া হয়। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে,বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। গ্রেপ্তারকৃত আবুল মনসুর চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকার ছিদ্দিক কলোনির ছিদ্দিক আহমদের পুত্র।