ফারুকুর রহমান বিনজু পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলা পৌরসভার ৩নং ওয়ার্ডে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বৈদ্যুতিক সার্ভিস তার সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়।যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল আজিজের পটিয়া থানায় ২৪শে জুলাই দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়,উক্ত বিদ্যালয়ে ২দফায় বৈদ্যুতিক তার চুরি হয়।গত১০জুলাই বিকাল ৫টা৩০মি: হতে ১৩ই জুলাই সকাল ৭টার মধ্যে ১ম দফা চুরি হয়।মুল একাডেমিক ভবন থেকে বৈদ্যুতিক খুটি পর্যন্ত ১শ গজ ১৬আরএম সার্ভিস তার,যার আনুমানিক মূল্য ১লাখ ৭৫হাজার টাকা।
গত ২২শে জুলাই বিকাল হতে ২৩জুলাই সকাল ৭টার মধ্যে ২য় দফা তার চুরি হয়। নতুন একাডেমিক ভবন থেকে একই তার ১শ গজ,যার আনুমানিক মূল্য ১লাখ ৮০হাজার টাকা।
প্রধান শিক্ষক মো:আবদুল আজিজ জানান, ১ম দফা চুরির সময় তিনি ছুটি নেয়ায় বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। ২য় দফা চুরির সময় তিনি ঢাকা ছিলেন। তখন ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করেন, সহকারী প্রধান শিক্ষক কল্লোল কুমার বৈদ্য।২দফা চুরির ঘটনায় বিদ্যালয়ের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়।বর্তমানে নতুন ভবনে ক্লাস,পরীক্ষা নেয়া যাবে না পুরা ভবনটি অন্ধকার। যতক্ষণ না নতুন তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়নি।
এবিষয়ে পটিয়া থানার উপপরিদর্শক (এস আই)অনিক ভক্ত বলেন, অভিযোগের ভিক্তিতে আমি ঘটনা স্হল পরিদর্শন করি।গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে দ্রুত মুল অপরাধীদের ধরে শাস্তির আওতায় আনা হবে।