আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ- জুলাই-আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার গণআন্দোলন ও গণ-অভ্যুত্থানের সময় সিরাজগঞ্জে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নিহত শহীদ সোহানুর রহমান রঞ্জুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত “শহীদ রঞ্জু স্মৃতিস্তম্ভ”-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার, ১ আগস্ট ২০২৫ খ্রিঃ, বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লায় রঞ্জুর নিজ বাড়ির সামনে স্থাপিত স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের এস.এস. রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে এবং ধারালো অস্ত্রের হামলায় নির্মমভাবে হত্যা করা হয় সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জুকে। একই ঘটনায় নিহত হন আব্দুল লতিফ, সুমনসহ আরও ১৪ জন। শহীদদের রক্তের বিনিময়ে সেদিন সিরাজগঞ্জ ফ্যাসিস্টমুক্ত হয়েছিল।
স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,
জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, মকবুল হোসেন চৌধুরী, মোস্তফা নোমান আলাল, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম খান,যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান,মুন্সি জাহেদ আলম,জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ,শহর বিএনপির নেতা রেজাউল করিম জোয়ার্দার,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন খান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল কায়েস,জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের নেতা হাসিনুর রহমান হাসি,জেলা শ্রমিক দলের নেতা এস.এম. মনির হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ,পৌর মাছুমপুর-মাহমুদপুর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক।
এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।