
আজহারুল ইসলাম সাদী:
সাতক্ষীরা সদরের মাহমুদপুর এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ১০ হাজার পিস ভারতীয় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (০১ আগস্ট) ভোরে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) একটি আভিযানিক দল সদর উপজেলার মাহামুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি দল জেসিও মোঃ সেলিম আহম্মেদের নেতৃত্বে এবং সিপাহী মোঃ ইমরান হোসেনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ইটাগাছা বৌবাজার এলাকার দুই যুবক মোঃ শাহিন গাজী (২৩) ও মোঃ নাছিবুল (১৮) কে আটক করা হয়।
তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা, মোটরসাইকেল ও মোবাইলসহ সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য ৩১ লাখ ৩০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে এবং আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল থানায় হস্তানতর করা হয়েছে।