নিজস্ব প্রতিবেদক : নাটোরের চলনবিল ঘিরে বিনোদন নিতে গিয়ে ডিজে পার্টির নামে বেপরোয়া উচ্ছৃঙ্খলতায় জড়িয়ে পড়ে একদল কিশোর। খোলা ট্রাকে উচ্চ শব্দে গান, অশ্লীল নৃত্য, মাদক ও কুরুচিপূর্ণ আচরণের দায়ে শুক্রবার (১ আগস্ট) সকালে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এলাকা থেকে সেনাবাহিনীর অভিযানে মোট ৫৭ জন কিশোর কে আটক করা হয়।
জানা গেছে, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকা থেকে একটি মিনিট্রাকে করে বিলসা পর্যটনকেন্দ্রে যাচ্ছিল তারা। পথেই খুবজীপুর-বিলসা সড়কে টহলরত সেনা সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে ৪ লিটার বাংলা মদ, ১ লিটার বিদেশি মদ, ৪০ প্যাকেট সিগারেট, ৩০০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের উপকরণ উদ্ধার করে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, আটক ৫৭ জনের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৫০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।