আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ- ২০২৪-২৫ খ্রিঃ অর্থ বছরের স্থাপিত -বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প -সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের খোকসাবাড়ি ব্লকের ট্রাইকো কম্পোস্ট প্রদর্শনী, ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী ও আমিনপুর ব্লকের পাট প্রদর্শনী , টাইকোকম্পোস্ট ও আখের প্রদর্শনী এবং রতনকান্দি ইউনিয়নের বাহুকা ব্লকের পাট ও ট্রাইকো কম্পোস্ট প্রদর্শনী পরিদর্শন করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) সকাল হতে বিকেল পর্যন্ত উক্ত বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান ।
প্রকল্প প্রদর্শনীর সময় আরও উপস্থিত ছিলেন ,সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার এস. এম. নাসিম হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদী রহমান, এসএএও মোঃ সাইদুল ইসলাম, এসএএও, মোঃ আলিমূল হক, এসএএও মোঃ আমজাদ হোসেন, এসএএও তানিম হোসেন, পতিত পাবন রায়, মুনতাসির এবং প্রদর্শনী কৃষক এবং স্থানীয় চরের কৃষকরা উপস্থিত ছিলেন।