আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ- জুলাই- আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জ সরকারি কলেজ এঁর আয়োজনে, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর কলেজের জামে মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট-২০২৫খ্রিঃ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে'র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজে'র উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, কলেজে'র শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাইদুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহবায়ক এবং পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ.কে. এম রেজাউল হক । অনুষ্ঠানটি'র সঞ্চালনা করেন, কলেজে'র বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও ২৬ বিসিএস কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম তালুকদার । সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে মূল্যবান বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ শাহীমা সুলতানা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ মাসুদুর রহমান। আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা এস.এম. জুয়েল শেখ, রোমান ,আলিফ, জহুরুল ইসলাম, কলেজ ছাত্রশিবির শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক রায়হান খন্দকার জুলাই যোদ্ধার বক্তব্য রাখেন, এবং কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এবং অত্র কলেজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।