নীলফামারী প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সীমান্তবর্তী নীলামতী এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও বিজিবির অধীনস্থ ৬৫ নম্বর ব্যাটালিয়নের নীলামতী বিওপি’র টহল দল ৮ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ৪টার দিকে সীমান্ত পিলার ৪২৯-এর নিকট থেকে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “আঙ্গারপাড়া নামক” স্থান থেকে তাদের আটক করে।
তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছিল। আটক ব্যক্তিরা অধিকাংশই নারী এবং তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামে।
এরা হচ্ছেন: সুলতান খাঁনের স্ত্রী রুক্মিণী (৩০), শার্শা, যশোর মো. জামান এর মেয়ে জাকিয়া খাতুন (৩০), কোটচাঁদপুর, ঝিনাইদহ মো. নুর ইসলামের মেয়ে হ্যাপি খাতুন (৩০), চুয়াডাঙ্গা মো. তবারক আলীর মেয়ে হাসিনা খাতুন (৩০), কালীগঞ্জ, ঝিনাইদহ মো. মোমিন বিশ্বাসের মেয়ে চম্পা খাতুন (২৫), যশোর মো. আব্দার সুনার স্ত্রী রোজিনা (৩৩), চুয়াডাঙ্গা মো দেলোয়ার মোল্লার মেয়ে মিনা খাতুন (২৪), বেতগ্রাম, নোয়াখালী মো. দেলোয়ার মোল্লার মেয়ে বন্যা খাতুন (২৪), নোয়াখালী মো. সুরুজ খানের মেয়ে মুনিয়া খাতুন (৩০), দক্ষিণ বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও বাবুল পেশীর মেয়ে শারমিন পেশী (২৭),
সোনাতলা, রাজবাড়ী মো. সালেহ খানের মেয়ে সালেহা খাতুন (৪০), সোনাতলা, রাজবাড়ী জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল এবং সেখান থেকে ফেরার সময় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছিল।
এ সময় তাদের একজনের ব্যাগ থেকে নগদ ১,৫৬,০০০/- টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। ৬৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সামিউন্নবী চৌধুরী বলেন, “সীমান্তে মাদক, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীই পার পাবে না।