নিজস্ব প্রতিবেদকঃ- বগুড়ায় বার্মিজ চাকুসহ আমিনুল ইসলাম (৩৬) নামে সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে স্টেশন রোডের পুরান বগুড়া ওয়াবদাগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আমিনুল ইসলাম বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক।
তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের জিরাই-পশ্চিমপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি বার্মিজ ছুরি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০১৬ সালে তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
আটক আমিনুল ইসলাম (৩৬) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের জিরাই পশ্চিমপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, এসআই আজহার বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করেছেন এবং তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।
তিনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলারও তদন্তভুক্ত আসামি।