
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সুবর্ণপাড়া এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৫ - সিপিএসসি রাজশাহী ক্যাম্পের সদস্যদের পরিচালিত বিশেষ অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, উর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে র্যাবের গোয়েন্দা দলের সহায়তায় অভিযানিক দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলেন,
মোঃ সুমন আলী, (২৫) পিতা মেহের আলী, সাং- সুবর্ণপাড়া,থানা- পুঠিয়া,জেলা- রাজশাহী।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে হেরোইন, গাঁজা, ট্যাপেন্ডাটল ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক খুচরা ও পাইকারী বিভিন্ন মাদকব্যবসায়ীদের কাছে ও মাদকসেবীদের কাছে ক্রয়বিক্রয় করে আসতেছিল। এছাড়াও তিনি নিজেও মাদক সেবন করত।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, দেশকে মাদকমুক্ত রাখতে এবং যুবসমাজকে রক্ষায় তাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।