মোঃ শাকিল হোসেন শওকত, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের কুখ্যাত ‘বেজি গ্রুপ’-এর প্রধান এনাম জাবির অমিও ও তার সহোদর ভাই ইমনকে ১৫ আগস্ট শুক্রবার ভোর রাতে গয়হাটা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে এক অভিযান পরিচালনা করে নাগরপুর থানার চৌকস একটি দল। এ সময় গয়হাটা ইউনিয়নের আমিনুর রহমানের ছেলে ইমন ও এনাম জাবির অমিওসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে অমিও ও ইমনের বিরুদ্ধে নাগরপুর থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানে ‘বেজি গ্রুপ’-এর সহযোগী হিসেবে আলী আজগরের ছেলে আমিনুর রহমান এবং গয়হাটা গ্রামের পলাশকেও গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর ছত্রছায়ায় এনাম জাবির অমিও ও ইমনের নেতৃত্বে ‘বেজি গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাং গড়ে ওঠে। তারা চাঁদাবাজি, চুরি, ছিনতাই, দখল, ভয়ভীতি প্রদর্শন, মাস্তানি, গুণ্ডামি, মারপিট ও যৌন নিপীড়নসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রতিমন্ত্রী টিটু তার ক্ষমতা প্রদর্শন ও নানা অপকর্ম পরিচালনায় এদের ব্যবহার করতেন।
এছাড়াও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অমিও ও ইমন সরাসরি ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেয়। এর পরিপ্রেক্ষিতে অমিওকে ১০৯ নম্বর এজাহারনামীয় আসামি করে নিয়মিত মামলা দায়ের করা হয়। তার ভাই ইমনের বিরুদ্ধেও ২ আগস্ট ২০২৪ তারিখে একটি মামলা হয় বলে নিশ্চিত করেছে নাগরপুর থানা পুলিশ।
বিগত সরকার পতনের পর থেকেই অমিও ও ইমন পলাতক ছিল। তাদের গ্রেফতারে নাগরপুর থানা পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করলেও তারা গা-ঢাকা দিয়ে থাকে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্ট শুক্রবার ভোর রাতে গয়হাটা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অমিওর বিরুদ্ধে পূর্বের মারামারি ও নারী নির্যাতনসহ মোট চারটি মামলা রয়েছে। শুক্রবার আসামিদের যথাযথ প্রক্রিয়ায় পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় নাগরপুর থানা পুলিশ।