নীলফামারী প্রতিনিধি, স্বপ্না আক্তারঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নীলফামারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলের সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বে দেশে বহু উন্নয়ন হয়েছে। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। একই সাথে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, রেদোয়ানুল হক বাবু, শেফাউল জাহাঙ্গীর শেপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, জেলা কৃষক দলের আহ্বায়ক মগনী মোহাম্মদ মাসুদুল আলম দুলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে কাউন্সিলররা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।