

মোঃ আল আমিন ইসলাম, নিজস্ব প্রতিবেদক:- নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, জননন্দিত নেতা ও দুর্দিনের কান্ডারী কাজী দিলদার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জহুরুল হক, পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালি, গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, বালাগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সম্পাদিকা সহ উপজেলা ও পৌর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। তিনি বলেন—
“দেশের ক্লান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ১৭ বছরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। এজন্য তিনি জুলুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। মানবতার মা খ্যাত দেশনেত্রী জনগণের প্রত্যাশা পূরণে কখনো দেশ ছেড়ে বিদেশে যেতে চাননি। দীর্ঘ অসুস্থতা ও অবরুদ্ধ অবস্থায় থেকেও তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। অবশেষে ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আন্দোলনের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট ২০২৪ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এখন জনগণ স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ পাচ্ছে। তবে এখনও ষড়যন্ত্র চলছে, তাই আমাদের সজাগ থাকতে হবে।”
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।