প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
দেশি মাছের উৎপাদন বাড়াতে নীলফামারীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন

দেশি মাছ উৎপাদনে সচেতনতা বাড়াতে নীলফামারীতে মৎস্য সপ্তাহের উদ্বোধন স্বপ্না আক্তার স্বর্ণালী, নীলফামারী প্রাণিজ প্রোটিনের চাহিদা মেটানো এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিতের লক্ষ্যে সারাদেশের মতো নীলফামারীতেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। “অব্যাহতভাবে গড়ে তুলি, দেশি মাছের দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৮ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহের উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নারিউজ্জামান বলেন, “দেশি প্রজাতির মাছ বিলুপ্তির পথে। মৎস্য সপ্তাহের কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হলে দেশি মাছ রক্ষায় আমরা সফল হবো। সরকার এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করছে।” পুলিশ সুপার এ.কে.এম. তারিক হোসেন খান বলেন, “দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে দেশি মাছের ভূমিকা অনেক। এই সম্পদ রক্ষায় সবাইকে নিজ নিজ এলাকায় ভূমিকা রাখতে হবে।” সভাপতির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ বলেন, “আমরা মৎস্য খাতে যে অর্জন করেছি তা ধরে রাখতে হলে দেশি মাছের উৎপাদন বাড়ানো জরুরি। এজন্য মৎস্যজীবীদের প্রশিক্ষণের পাশাপাশি জনসচেতনতাও খুব প্রয়োজন।” জেলা মৎস্য দপ্তরের সূত্রে জানা গেছে, ২৪ আগস্ট পর্যন্ত চলমান সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে— আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যজীবীদের প্রশিক্ষণ, প্রদর্শনী এবং জনসচেতনামূলক কার্যক্রম।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক প্রকাশিত ও সম্পাদিত