স্টাফ রিপোর্টার,পেকুয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পেকুয়া উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট (সোমবার) বিকেল ৪টায় পেকুয়া সিকদার পাড়া থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক নাঈমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নুরী উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক এম শাহ নেওয়াজ আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. বেলালউদ্দিন হায়দার ও জেড এম মুসলেম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নবগঠিত কমিটির আহবায়ক নাঈমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নুরী উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশ্বাস দেন যে পেকুয়া উপজেলা ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।
আহবায়ক নাঈমুর রহমান হৃদয় বলেন,
“পেকুয়া উপজেলার মাটি শহীদ প্রেসিডেন্ট সালাহ উদ্দিন আহমেদের ঘাঁটি, পেকুয়ার মাটি ছাত্রদলের ঘাঁটি। এই কমিটির মাধ্যমে আমরা নতুন প্রজন্মের নেতৃত্ব উপহার দেবো। যারা নেতৃত্বে আসবে তারা হবে শিক্ষিত, মার্জিত ও ভদ্র। দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। জিয়াউর রহমানের আদর্শে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবো।”
উল্লেখ্য, গত ১০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি নাঈমুর রহমান হৃদয়কে আহবায়ক ও আবুল কাশেম নুরীকে সদস্য সচিব করে পেকুয়া উপজেলা ছাত্রদলের ২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে। ঘোষণার পর থেকেই নবগঠিত কমিটি উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে।